ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হলেন রংপুরের মিলন চৌধুরী

মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীকে জাতীয়
  • আপলোড তারিখঃ 13-03-2025 ইং
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হলেন রংপুরের মিলন চৌধুরী ছবির ক্যাপশন: জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হলেন রংপুরের মিলন চৌধুরী

মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।

মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।গত বুধবার ১২ই মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মিলনকে এক চিঠিতে অভিনন্দন জানিয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা জানান।দলের চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে,জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে আপনাকে (মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী) সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হলো।আমরা বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।সেই সাথে আপনি পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।


মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী জাতীয় পার্টির রংপুর জেলার আহবায়ক কমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলার আহবায়ক দায়িত্ব পালন করেছেন।এর আগে তিনি জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ছিলেন।মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন।তিনি জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করার দাবি বিএনপি'রঃ আইন উপদেষ্টা