কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে ম্যানেজমেন্ট স্টাডিস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ঘটা গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।দুইজন শিক্ষার্থীর ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে রোববার ভোররাতে (১৬ ফেব্রুয়ারি) কতিপয় শিক্ষার্থী কলহে লিপ্ত হয়।এরপর রোববার দুপুরের দিকে এ ঘটনার রেশে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন (প্রক্টোরিয়াল বডি, শিক্ষার্থী উপদেষ্টা দপ্তর, বিভাগীয় সভাপতি ও সংশ্লিষ্ট শিক্ষকগণ) দিনভর কাজ করেন।তাদের নিরলস প্রচেষ্টায় শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠ সমাধানের লক্ষ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন গোবিপ্রবি কর্তৃপক্ষ।বিষয়টি গোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।