ঢাকা | বঙ্গাব্দ

বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে

বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে
  • আপলোড তারিখঃ 16-02-2025 ইং
বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে ছবির ক্যাপশন: বায়োজিনের নতুন শাখার উদ্বোধন হলো বরিশালে
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

বরিশালবাসীর জন্য দারুণ সুখবর নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস।বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস,এবং এক্সপার্ট ডক্টর কনসালটেশন সবকিছুই এখন এক ছাদের নিচে।বরিশাল শহরের বিবির পুকুরপাড়,১১৯ সদর রোড, এল. এল. টাওয়ার, লেভেল ৪-এ বায়োজিনের ১৭তম শাখার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োজিন কসমেসিউটিক্যালস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হকসহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় মানুষের দিপুল সাড়া ও তাদের ত্বকের সেরা সমাধান খুঁজতে আসাই প্রমাণ করে বিশ্বমানের স্কিনকেয়ার বায়োজিনের পণ্য ও সেবার প্রতি সবার আস্থা।নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বায়োজিন সীমিত সময়ের জন্য যেসব বিশেষ অফার দিচ্ছে তা হলো-সকল স্কিনকেয়ার ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়,অথেনটিক ডার্মো কসমেটিকসে ফ্ল্যাট ৩০% ছাড় এবং ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং। 

আজ থেকেই ত্বক ও চুলের যেকোনো সমস্যার নির্ভরযোগ্য সমাধানের জন্য বায়োজিনের বরিশাল শাখায় অথেনটিক ডার্মো কসমেটিকস,ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট,চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য সাইন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট,এক্সপার্ট ডাক্তারের পরামর্শে পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান,নিরাপদ ও কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস এবং স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস,শিশুর ত্বকের যত্নে ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেল-এর অথেনটিক বেবি কেয়ার প্রোডাক্টস ইত্যাদি পাওয়া যাবে।বায়োজিনের সাথে আপনার প্রকৃত সৌন্দর্য আবিষ্কার করতে চলে আসুন বিবির পুকুরপাড়,সদর রোডে বায়োজিনের বরিশাল ব্রাঞ্চে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করার দাবি বিএনপি'রঃ আইন উপদেষ্টা