বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় মাদক পরিবহণের পিকআপসহ দুই হাজার পিস ইয়াবা নিয়ে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শুক্রবার ১৬ ই মে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত আসামীর নাম মনসুর আলী (২৫)। তিনি লোহাগাড়ার চরম্বা মাইজবিল টেকের দোকান গ্রামের বাসিন্দা নাজির আহমদের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান গণমাধ্যমকে এ ঘটনার নিশ্চিত করেছেন।ওসি আরও বলেন মনসুর একজন চিহ্নিত মাদক কারবারি।গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার পিকআপে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।